করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রোমানা খাতুন (৩৮) নামের এক নারী ভর্তি হয়েছেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার গয়েশপুর গ্রামের ওলিউর রহমানের স্ত্রী। এ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে রয়েছেন দুই জন।
এদিকে, সাতক্ষীরায় বিদেশ ফেরত আরো নতুন ৪২ জনসহ মোট ৩ হাজার ১৫৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড় পত্র দেয়া হয়েছে আরো ১ হাজার ১৩৮ জনকে। এছাড়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা দুজনসহ জেলার মোট ৬৬ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুই জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। দুটি রিপোর্টই নেগেটিভ। বাকীদের রিপোর্ট এখনও আসেনি।
অপরদিকে, নারায়নগঞ্জ থেকে সাতক্ষীরার দেবহাটায় আসা চারটি পরিবারকে লক ডাউন ঘোষণা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। এসব পরিবারের ২০জন সদস্য বাড়ি থেকে বের হতে পারবেন না।
অপরদিকে, নারায়নগঞ্জ থেকে সাতক্ষীরার দেবহাটায় আসা চারটি পরিবারকে লক ডাউন ঘোষণা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। এসব পরিবারের ২০জন সদস্য বাড়ি থেকে বের হতে পারবেন না।
No comments:
Post a Comment