রানু মন্ডল কে ৫৫ লক্ষ টাকার বাড়ি উপহার দিচ্ছেন সলমন খান ? জানুন আসল সত্য - Satkhira Everything News

Satkhira Everything News

একটি সৃজনশীল সংবাদপত্র

Post Top Ad

Post Top Ad

Friday, August 30, 2019

রানু মন্ডল কে ৫৫ লক্ষ টাকার বাড়ি উপহার দিচ্ছেন সলমন খান ? জানুন আসল সত্য

সোশ্যাল মিডিয়ায় রানু মন্ডলকে নিয়ে আলোচনারকোনো শেষ নেই। তবে এই আলোচনা থেকে উঠে আসা তথ্য এবং ঘটনাগুলির কতটা সত্যি কতটা মিথ্যে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কিছুদিন আগে রানাঘাট স্টেশন থেকে লতা মঙ্গেশকরের গাওয়া ‘ইয়ে পেয়ার কা নাগমা হ্যা’ গানটির মধ্য দিয়ে ভাইরাল হয়েছিলেন রানু। তারপর তিনি সুযোগ পান একটি সঙ্গীত রিয়্যালিটি শো তে আসার জন্য। সেখানে বিচারক হিমেশ রেশমিয়া তাঁকে সুযোগ দেন পরের ছবিতে গান গাওয়ার জন্য। সেই ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে।
আরোও পড়ুন :
এরপরেই খবর রটে হিমেশ নাকি রানুকে গানটি গাওয়ার জন্য ৬-৭ লক্ষ টাকা পারিশ্রমিক দিয়েছে। যদিও এই কথাটি কতটা সত্যি তা নিয়ে ধন্দ আছে অনেকের। অন্যদিকে এমন খবর ও রটে সলমন খান নাকি পরের ছবি ‘দাবাং-৩’এ রানুকে দিয়ে গান গাওয়ানোর কথা ভাবছে।
তবে ‘টাইমস অফ ইন্ডিয়া’র একটি প্রতিবেদন থেকে জানা যায় সলমন এমন মোটেই ভাবছেন না এবং যে খবর ভীষণ ভাবে রটেছে যে সলমন নাকি রানুকে ৫৫ লক্ষ টাকার ফ্ল্যাট দিয়েছে সেটাও সম্পুর্ন ভুয়ো খবর।অন্যদিকে শোনা যাচ্ছে ‘বিগ বস’ এর পরের সিজনেও রানুকে দেখা যেতে পারে। এটাও কি রটনা? তার জন্য অবশ্য কিছুদিন অপেক্ষা করতে হবে।

Countdown Button

No comments:

Post a Comment

Post Top Ad