সাতক্ষীরার শ্যামনগরে এক ব্যবসায়ীর নামে বিদ্যুৎ বিল এসেছে ১০ লাখ ৩৭ হাজার ৮৪৯ টাকা। ভুতুড়ে এই বিলটি করা হয়েছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিস থেকে। এমন বিল আসার পর স্বভাবতই চোখ কপালে উঠেছে শ্যামনগর সদরের এফএম সুপার মার্কেটের ‘ডিজিটাল প্রেসের’ স্বত্বাধিকারী মশিউর রহমানের।
পল্লী বিদ্যুতের অফিস থেকে পাঠানো ওই বিলে দেখা যায়, চলতি মাসে দেয়া বিলের কাগজে বিদ্যুৎ বিল দেখানো হয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৮৪৯ টাকা। কিন্তু এর আগের মাসেই একই প্রতিষ্ঠানের বিল এসেছিল দুই হাজার ২০৫ টাকা।
এ ব্যাপারে ব্যবসায়ী মশিউর রহমান বলেন, ‘আমার ২২ বছরের ব্যবসায়িক জীবনে এমন বিল দেখিনি। তারা কি মিটার দেখে বিল দেয় নাকি মনমতো বিল বসায়? আমার প্রতিষ্ঠানের বিল দুই/আড়াই হাজারের বেশি আসে না। অথচ এবার বিল আসলো সাড়ে দশ লাখ!’
অবাক করা এই বিলের বিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা জানান, এতো বিল আসা সম্ভব নয়। ভুলবশত এমনটা হতে পারে। তবে এখনো এই ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেব।
No comments:
Post a Comment