চাকরি হারাতে পারেন জামালপুরের ডিসি - Satkhira Everything News

শিরোনাম:

Satkhira Everything News

একটি সৃজনশীল সংবাদপত্র

Post Top Ad

Post Top Ad

Monday, August 26, 2019

চাকরি হারাতে পারেন জামালপুরের ডিসি


হত্যা মামলায় পিরোজপুরে সাত জনের যাবজ্জীবন

পিরোজপুরের মঠবাড়িয়ায় শাহ আলম (৪৮) হত্যা মামলায় সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরো এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৬ জুলাই রাতে ফুলঝুড়ি গ্রামের এক বাড়িতে ডাকাত ঢোকার চিৎকার শুনে শাহ আলম ছুটে যান। এসময় তিনি সড়কে পৌছলে ধারালো অস্ত্র দিয়ে ডাকাতরা তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা শাহ আলমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।হত্যার শিকার শাহ আলম উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামের মৃত সৈজউদ্দিন হাওলাদারের ছেলে ছিলেন।
এ ঘটনায় নিহতের ভাই আকরামুল ইসলাম অজ্ঞাত ডাকাতদের আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আট জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
এ মামলার রায়ে আসামি উপজেলার আঙ্গুলকাটা গ্রামের আলম মোল্লা (৩৪), বাদুর গ্রামের শাহাদাৎ হোসেন (৩৪), পাঠাকাট গ্রামের ইদ্রিস (৩৯) ও ইলিয়াস (৩৪), বকসির ঘটিচোরা গ্রামের দোলোয়ার (২৯), ধানীসাফা গ্রামের আব্দুর রহিম (৩৪) ও সাফা গ্রামের মো. বাচ্চকেু (৩৪) যাবজ্জীবন কারাদণ্ডাদশে দিয়েছেন। এরমধ্যে ইদ্রিস হাওলাদার ও বাচ্চু তালুকদার পলাতক। এছাড়া মোস্তফা নামের এক আসামি মারা গেছেন। রায়ের সময় বাকিরা আদালতে উপস্থিত ছিলো।

Countdown Button

No comments:

Post a Comment

Post Top Ad