জয়পুরহাটের পাঁচবিবির কয়া সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে দেশে ফেরার সময় ৪ জন বাংলাদেশী কিশোরকে আটক করেছে বিজিবি।
আটককৃতরা হলেন সুনামগঞ্জ সদরের বনগাঁও এলাকার ইরন মিয়ার ছেলে মোশারফ হোসেন (১৮), একই জেলার ছড়ার পাড় গ্রামের কবির হোসেনের ছেলে শাকিল আহম্মেদ (১৫) ও কদমতলী গ্রামের খোরশেদ আলমের ছেলে ফুলমিয়া (১২) এবং নেত্রকোণা জেলার বারহাট্টা গ্রামের আঃ কাদেরের ছেলে কামরুল ইসলাম (১০)।
কয়া ক্যাম্প কমান্ডার আবু সাঈদ বলেন, আটককৃত কিশোররা দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে কাজের সন্ধানে অবৈধভাবে বিনা পাসপোর্টে ভারতে গিয়েছিল। রবিবার দুপুরে তারা কয়া সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিল এসময় দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। অবৈধভাবে দেশে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়।
No comments:
Post a Comment