ক্যামেরা শাটার স্পিড এর এ টু জেড - Satkhira Everything News

শিরোনাম:

Satkhira Everything News

একটি সৃজনশীল সংবাদপত্র

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Friday, August 16, 2019

ক্যামেরা শাটার স্পিড এর এ টু জেড


ক্যামেরাতে Shutter Speed হলো সঠিক এক্সপোজারে ছবি তোলা, ছবির ব্লারিং কমানো এবং বিভিন্ন ইফেক্ট তৈরি করার জন্য কার্যকারি একটি অপশন। শুধু জানতে হবে এটি কখন কিভাবে ব্যবহার করতে হবে। এছাড়াও আপনার ছবি কতটুকু শার্প হবে তা অনেক ক্ষেত্রেই এই শাটার স্পিডের উপর নির্ভর করে। ক্যামেরার একদম প্রধান একটি প্রিন্সিপাল এর মধ্যে শাটার স্পিড পরে এবং এর ব্যাপারে জানা গুরুত্বপুর্ন যদি আপনি ফটোগ্রাফিতে বা ভিডিওগ্রাফিতে ইন্টারেস্টেড থাকেন!
মুলত একটি ছবির এক্সপোজার বা কতখানি আলো থাকবে ছবিতে তা নির্ধারিত হয় ৩ টি জিনিসকে কেন্দ্র করে
১. শাটার স্পিড ২. অ্যাপার্চার ৩. আইএসও
আজ আমরা জানবো শাটার স্পিড এর খুঁটিনাটি সব কিছু –

শাটার স্পিড কি?

  • প্রথমেই একটি উদাহরণ দিয়ে শুরু করি, মনে করুন আমাদের চোখের পাতা হলো শাটার। আমরা চোখের পাতা খুললে আমাদের সামনের সব দৃশ্য দেখি আবার বন্ধ করলে সব অন্ধকার। তেমনি ক্যামেরার ও একটি শাটার আছে, আপনি ক্যামেরার শাটার বাটন (ক্যামেরায় যেটি চাপলে ছবি উঠে) প্রেস করলে ক্যামেরার শাটার মানে চোখের পাতা খুলে যায়। আর এই শাটার খোলার সময় ক্যামেরার সেন্সরে আলো প্রবেশ করে যা পরবর্তিতে ছবিতে রূপান্তরিত হয়। মূলত ক্যামেরার শাটার বাটনে চাপ দেওয়ার পর শাটার একবার খুলে গিয়ে আবার বন্ধ হতে যতখানি সময় নেয় তাকেই শাটার স্পিড বলে। শাটার স্পিড দুই ধরণের হয়ঃ স্লো শাটার এবং ফাস্ট শাটার। ফাস্ট শাটার এ আপনার চোখের পাতা অর্থাৎ ক্যামেরার শাটার অল্প সময় খোলা থাকবে আর স্লো শাটারে অনেকটা সময় ধরে খোলা থাকবে।

শাটার স্পিড কিভাবে পরিমাপ করা হয়?

  • শাটার স্পিড পরিমাপ করা হয় সেকেন্ড দিয়ে। একটি ছবির এক্সিফ বা ইনফো দেখলে হয়তো দেখবেন ‘Shutter Speed/Exposure Time’ নামে একটি ইনফরমেশন থাকবে। সেখানে লেখা থাকবে ১/১০০ বা ১/৬০ এমন কিছু। ১/১০০ মানে হলো আপনার ক্যামেরার শাটারটি ১ সেকেন্ড এর ১০০ ভাগের একভাগ সময়ের মধ্যে ছবিটি তুলেছে। ১/১০০ কে ০.০১ সেকেন্ড ও বলা চলে। আর এই সময়কে Exposure Time বলা হয়ে থাকে। শাটার প্রেস করার পর কেবল এইটুকু সময়ের মধ্যে ক্যামেরার শাটার খুলে আবার বন্ধ হয়েছে!
  • মোটামোটি সব ফোনেই এখন স্লো শাটার ব্যবহারের সুবিধা রয়েছে ৫ সেকেন্ড থেকে ৩০ সেকেন্ড পর্যন্ত। আর এই স্লো শাটার ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই একটি ট্রাইপড ব্যবহার করতে হবে। এর কারণ হলো যখন আপনি স্লো শাটার ব্যবহার করবেন তখন শাটার দীর্ঘসময় খোলা থাকার ফলে হাত কেঁপে ছবি টা ঘোলা হয়ে যেতে পারে।
  • এখন প্রশ্ন আসতে পারে ট্রাইপড কি? ট্রাইপড হলো তিন পা বিশিষ্ট ক্যামেরা স্ট্যান্ড। তিনটি পা থাকায় এর সুবিধা হলো উঁচুনিচু যেকোন যায়গাতে এটার সাহায্য ফোন/ক্যামেরা কে স্ট্যাবল করে রাখা যায়।

কিভাবে বেস্ট শাটার স্পীড পরিমাপ করবেন?

  • আমরা বেশির ভাগ মোবাইলফোন ইউজাররা Auto Mode এ ছবি তোলতে পছন্দ করি। Manual Mode এ গেলে কে যেনো গলা আটকে ধরে বা বুঝতে পারি না। আজ যেহেতু শুধু শাটার স্পীড নিয়ে আলোচনা করবো, Manual Mode নিয়ে আরেকদিন বিস্তারিত আলোচনা হবে। আমাদের ফোনে আমরা সাধারণত ৪ টা অপশনকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারি। ১. শাটার স্পিড ২. আই এস ও ৩. ফোকাস ৪. হোয়াইট ব্যালেন্স
  • দিনের আলোতে আমাদের আদর্শ আইএসও রাখা উচিৎ ১০০ থেকে ২০০ (প্রয়োজনে ৪০০/৮০০ দেওয়া যেতে পারে। তবে আইএসও যত বাড়াবেন, ছবিতে নয়েজ চলে আসবে তত বেশি)
  • শাটার স্পীড কিসের ছবি তুলছেন সেটা চিন্তা করে আপনাকে ঠিক করতে হবে যে শাটার স্পিড কেমন রাখা দরকার। আপনি একটি চলন্ত বাইক বা ট্রেনের ছবি তুলছেন আর আপনার শাটার স্পিড ১/৩০ তাহলে আপনার ছবির সাবজেক্ট কিছুটা ব্লারি আসবে এটাই স্বাভাবিক। কারণ রানিং কোন সাবজেক্ট এর ছবি তোলার জন্য আপনার অনেক ফাস্ট শাটার ব্যবহার করতে হবে এতে হাতের শেকিং টা ফোন বুঝতে পারবে না আর আপনার শাটার স্পিড ট্রেন/বাসের স্পিডের চাইতে বেশি হলে এই দুইটা সাবজেক্ট ও ব্লার আসবে না। তাই গতির মধ্যে আপনি অথবা সাবজেক্ট যেই থাকুক না ক্যানো, ফাস্ট শাটার ব্যবহার করবেন ১/১০০ এর মতো।
  • নাইট ফটোগ্রাফি বা লাইট ট্রেইলস ছবি তোলার জন্য প্রয়োজন হবে স্লো শাটার এবং ট্রাইপডের। এখানে যদি আপনি ফাস্ট শাটার ব্যবহার করেন তাহলে ছবি আসবে অন্ধকার। যত বেশি সময় ধরে শাটার ওপেন রাখবেন তত বেশি আলো আপনার ক্যামেরা সেন্সর কালেক্ট করতে পারবে। তাই এ ক্ষেত্রে ১ সেকেন্ড এমন স্পিড রাখতে পারেন।
  • এই শাটার স্পিড জিনিষটা বুঝার জন্য আপনার সব থেকে বেশি প্রয়োজন এটা নিয়ে নাড়াচাড়া করা আর এক্সপেরিমেন্ট করা।
ক্যামেরা শাটার স্পিড এর এ টু জেড (ছবি) 1

ছবি তোলার সময় মোবাইল শেক হওয়া বা নড়ে যাওয়া কিভাবে কমাবেন?

  • আপনি কতটা স্থির ভাবে দাঁড়ালেন সেটা কখনোই নির্ভর করে না যে আপনার মোবাইলটি ছবি তোলার সময় শেক হবে নাকি হবে না। যতই চেষ্টা করুন না কেনো আপনি কখনোই স্থির ভাবে থাকতে পারবেন না। একটু হলেও মোবাইল বা ক্যামেরা ছবি তোলার সময় কেঁপে যাবে। তাই মোবাইল হাতে রেখে ছবি তোলার সময় অবশ্যই আপনাকে ফাস্ট শাটার স্পিড ব্যবহার করতে হবে, যেনো শেকিং এর সময়ের চেয়ে শাটার দ্রুত ছবি তোলে ফেলতে পারে আর যদি প্রয়োজন হয় স্লো শাটার রাখার সে ক্ষেত্রে অবশ্যই ট্রাইপড বা মনোপড ব্যবহার করতে পারেন।

Exposure বা আলো নিয়ন্ত্রন করার ক্ষেত্রে শাটার স্পিডের ভূমিকা কি?

  • সঠিক এক্সপোজারে ছবি তোলার জন্য আপনার আলোকে বুঝতে হবে। স্লো শাটার এর কারণে আপনার ছবি ওভার এক্সপোজড হয়ে যেতে পারে আবার ফাস্ট শাটার স্পিডের জন্য আন্ডার এক্সপোজড হয়ে যেতে পারে। ওভার এক্সপোজড হল অতিরিক্ত আলো এসে পরা আর আন্ডার এক্সপোজড হল কম আলো বা অন্ধকার হয়ে যাওয়া। তাই আপনাকে একটি সঠিক এক্সপোজার টাইম সিলেক্ট করতে হবে যেনো ছবিটা অধিক কালো বা অধিক আলোকিত না হয়ে যায়। ছবিটি এমন হতে হবে যেনো প্রতিটা অংশে সুন্দর একটি আলো বিদ্যমান থাকে এবং ছবির শার্পনেস যেনো নষ্ট না হয়ে যায়। তাই বুঝতেই পারছেন শাটার স্পিড এবং এক্সপোজার টাইম একই ব্যাপার।

লং এক্সপোজার ফটোগ্রাফি ও শাটার স্পিড-

  • লং এক্সপোজার ফটোগ্রাফির জন্য আপনাকে অবশ্যই শাটার স্পিডের ব্যবহার জানতে হবে। লং থেকেই বোঝা যাচ্ছে যে এখানে শাটার অনেকটা সময় ধরে খোলা থাকবে। শাটারকে স্লো করে লং এক্সপোজার ছবি তোলা হয়।নিচের ছবিটি খেয়াল করুন। এইরকম ছবি তুলতে চাইলে লং শাটার দরকার হবে।
ক্যামেরা বেসিক নিয়ে আরো ছবি আসছে সামনে। লিখাটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্ট দিয়ে মতামত জানাতে ভুলবেন না। এটিসির সাথে থাকার জন্য ধন্যবাদ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here