পরিবর্তন আসছে অ্যান্ড্রয়েডে - Satkhira Everything News

শিরোনাম:

Satkhira Everything News

একটি সৃজনশীল সংবাদপত্র

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Sunday, August 25, 2019

পরিবর্তন আসছে অ্যান্ড্রয়েডে

Image result for অ্যান্ড্রয়েডেএতদিন কোনো মিষ্টি বা সুস্বাদু খবারের নামে অ্যান্ড্রয়েড ভার্সানের নামকরণ হতো। বিগত বছরের অ্যান্ড্রয়েড ভার্সানগুলোকে কিটক্যাট, ললিপপ, জেলিবিন এসব মিস্টান্ন জাতীয় খাবারের নামেই ডাকা হতো। তবে এই প্রথম সেই নিয়ম থেকে সরে এসেছে তারা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) গুগল ঘোষণা দিল, দশ বছর পূর্তিতে আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েডের পরের সংস্করণটির নাম হবে অ্যান্ড্রয়েড ১০। শুধু নামই নয় অ্যানড্রয়েড লোগোতেও কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছে গুগল। সবুজ থেকে রঙ বদলে কালো ব্যবহার করা হয়েছে লোগোতে।
এ বিষয়ে অ্যান্ড্রয়েডের ভাইস প্রেসিডেন্ট অব প্রোডাক্ট সামির সমেত এক বিবৃতিতে বলেন, অ্যান্ড্রয়েড ভার্সন বাজারে আসার ১০ বছর পূর্তিতে নাম রাখার পদ্ধতিতে কিছু পরিবর্তন আনছি আমরা। শুরু থেকে সুস্বাদু কিছু খাবারের নামের সঙ্গে মিলিয়ে এর নাম রাখা হয়েছে। কিন্তু এবার থেকে এটি রাখা হবে অক্ষরের ক্রম অনুসারে। অর্থাৎ Android Q এর অফিশিয়াল নাম Android 10।
তিনি বলেন, কিটক্যাট, ললিপপ বা মার্শমেলো এমন নাম রাখার প্রথাটি যদিও বেশ আনন্দদায়ক তবে বিশ্বের বেশিরভাগ প্রান্তের মানুষ এসব নামের সঙ্গে পরিচিত নন। তাই সেই নামের সার্থকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই।
এ কারণেই অপারেটিং সিস্টেমটির দশম ভার্সনের নাম অ্যান্ড্রয়েড-১০ রাখা হয়েছে বলে জানান তিনি।
তিনি যোগ করেন, এখন থেকে অ্যান্ড্রয়েড-১০ এর পরে অ্যান্ড্রয়েড-১১ আসবে। এবার নামের বিষয়টি বিশ্বের সব দেশের ব্যবহারকারীদের খুব সহজেই বোধগম্য হবে।
বাংলাদেশ জার্নাল/কেআই

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here