ফারিয়ার কারণে বেঁচে আছেন শাকিব - Satkhira Everything News

Satkhira Everything News

একটি সৃজনশীল সংবাদপত্র

Post Top Ad

Post Top Ad

Sunday, August 25, 2019

ফারিয়ার কারণে বেঁচে আছেন শাকিব

ফারিয়ার কারণে বেঁচে আছেন শাকিব!রোববার বিকেলে প্রকাশ হয়েছে ‘শাহেনশাহ’ সিনেমার রোম্যান্টিক গান ‘ও প্রিয়া’। গানটিতে ‘ও প্রিয়া তুমি আমার বেঁচে থাকার প্রথম কারণ’- কথাটি নুসরাত ফারিয়াকে উদ্দেশ্য করে বলেছেন সুপারস্টার শাকিব খান। তরুণ নির্মাতা শামীম আহমেদ রনি খুব সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন তাদের এই মিষ্টি রসায়ন।

আসন্ন পূজাকে ঘিরে মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘শাহেনশাহ’ টিম। এরই অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে সিনেমাটির নতুন গান ‘ও প্রিয়া’। এটি গেয়েছেন কলকাতার অশোক সিং। গানটির লেখা, সুর ও সঙ্গীত লিংকনের।‘ও প্রিয়া’ গানের ভিডিওতে শাকিব খান ও নুসরাত ফারিয়াকে রোম্যান্সে মজতে দেখা গেছে। কখনো সমুদ্রপাড়ে, কখনো পাঁচতারকা হোটেলের করিডোরে প্রেমের জোয়ারে ভেসেছেন তারা।
ছবিটির মূল তিন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, নুসরাত ফারিয়া ও নবাগতা রোদেলা জান্নাত। এছাড়া আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, অমিত হাসান, ডিজে সোহেল, সাদেক বাচ্চু, আহমেদ শরীফ, শিবা সানু ও ডন প্রমুখ। ‘শাহেনশাহ’ সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।

Countdown Button

No comments:

Post a Comment

Post Top Ad