একসঙ্গে তিনটি সরকারি চাকরি, ৩০ বছর পর ধরা - Satkhira Everything News

Satkhira Everything News

একটি সৃজনশীল সংবাদপত্র

Post Top Ad

Post Top Ad

Sunday, August 25, 2019

একসঙ্গে তিনটি সরকারি চাকরি, ৩০ বছর পর ধরা

একসঙ্গে তিনটি সরকারি চাকরি, ৩০ বছর পর ধরাএকসঙ্গে তিন-তিনটে সরকারি চাকরি করে যাচ্ছেন তিনি। প্রতি মাসে ওই তিন জায়গা থেকেই বেতনও পেয়ে যাচ্ছেন! আর বিগত ৩০ বছর ধরেই এমনটা চালিয়ে যাচ্ছেন সুরেশ রাম নামে এক ব্যক্তি।সম্প্রতি ভারতের বিহারে এমন ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, ১৯৮৮ সালে সুরেশ রাম নামের এই ব্যক্তি প্রথমে বিহারের পাটনায় সরকারি বিল্ডিং কনস্ট্রাকশনে জুনিয়ার ইঞ্জিনিয়ারের কাজে ঢোকেন। সেখানে কাজ করতে করতেই তার হাতে আসে আর একটি চিঠি। ১৯৮৯ সালে পেয়ে গেলেন জল সম্পদ দফতরের চাকরি। আর তার কিছু দিনের মধ্যেই বাঁধ মেরামতির কাজের জন্যও ডাক পেয়ে গেলেন। এই তিন কাজকেই সমানতালে চালিয়ে যাচ্ছিলেন রাম।
তবে এখনও পরিষ্কার নয়, কীভাবে এই ৩ কাজ সামলাতেন তিনি। তবে এই তিন ক্ষেত্রেই তার রীতিমতো প্রোমোশনও হয়েছে। তবে গত মাসেই তার এই কারচুপি ধরা পড়ে যায়। তারপরেই তার বিরুদ্ধে মামলা করা হয়।

Countdown Button

No comments:

Post a Comment

Post Top Ad