ঝিনাইদহে ডেঙ্গু রোগীর সংখ্যা এখন ১৪২ জন। আজ বুধবার দুপুর পর্যন্ত নতুন রোগী ভর্তি হয়েছে ৯ জন। এই নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছে ২৭ জন। ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ১০৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বুধবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আইয়ুব আলী এই তথ্য জানান। হাসপাতালের পরিসংখ্যানবিদ আব্দুল কাদের জানান, সারা জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা সরকারি হিসেবের চেয়ে অনেক বেশি হবে। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে শিশু, পুলিশ, প্রকৌশলী, ব্যাবসায়ী ও সদর হাসপাতালের প্রধান সহকারী মসিউর রহমান রয়েছেন।
হাসপাতাল সুত্রে জানা গেছে, গত ৬ জুলাই পথম ডেঙ্গু রোগী সনাক্ত হওয়ার পর এই ৩৮ দিনে গড়ে প্রতিদিন ৩.৭৩ জন করে ডেঙ্গু রোগে আক্রন্ত হচ্ছেন। তবে মৃত্যু কোন রেকর্ড নেই।
No comments:
Post a Comment