একটু পরেই ভারতের সঙ্গে বাংলাদেশের শিরোপা লড়াই - Satkhira Everything News

শিরোনাম:

Satkhira Everything News

একটি সৃজনশীল সংবাদপত্র

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Sunday, August 11, 2019

একটু পরেই ভারতের সঙ্গে বাংলাদেশের শিরোপা লড়াই





ইংল্যান্ডের অচেনা কন্ডিশনেও অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নিয়ে সিরিজটি আসলেই জমিয়ে তুলেছেন বাংলাদেশের যুবারা। সাসেক্স কাউন্টির মাঠে অনুষ্ঠেয় আজকের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।

ভারত-ইংল্যান্ড আছে, সিরিজ হবে জমজমাট—দেশ ছাড়ার আগে বলেছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলী। ইংল্যান্ডের অচেনা কন্ডিশনেও অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নিয়ে সিরিজটি আসলেই জমিয়ে তুলেছেন বাংলাদেশের যুবারা। সাসেক্স কাউন্টির মাঠে অনুষ্ঠেয় আজকের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

ঘরের মাঠে ২০১৮ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। সেই ভারতকেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও পাচ্ছে আকবর আলীর দল। প্রতিশোধের এমন সুযোগ নিশ্চয়ই তাঁরা হাতছাড়া করতে চাইবেন না। তা ছাড়া দেশের বাইরে ত্রিদেশীয় টুর্নামেন্টের শিরোপা জয়ের গৌরবও তো কম নয়। আকবর আলী তো সাফ জানিয়ে দিলেন, ‘লক্ষ্য ছিল ফাইনাল খেলার, এবার শেষ ধাক্কাটা দেওয়ার পালা।’

বাংলাদেশের সাম্প্রতিক ফর্মও তাদের পক্ষে। ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বে শীর্ষে থেকেই ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে ভারত। স্বাগতিক ইংল্যান্ডের ৮ ম্যাচে ৫ পয়েন্ট। দুই ফাইনালিস্ট গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছে চারবার। দুটি ম্যাচ অবশ্য ভেসে গেছে বৃষ্টিতে। বাকি দুই ম্যাচে একবার করে জিতেছে বাংলাদেশ ও ভারত।

সিরিজজুড়ে দাপট দেখিয়েছেন বাংলাদেশি ব্যাটসম্যান ও বোলাররা। সেরা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে ৭ ইনিংসে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৩২০ রান করা তৌহিদ হৃদয়। সেরা পাঁচে আছেন আগ্রাসী ওপেনার তানজিদ হাসান, ৭ ইনিংসে ১ সেঞ্চুরিতে ২১৮ রান করেছেন তিনি। বোলারদের তালিকায় শীর্ষস্থান বাংলাদেশের পেসার তানজিম হাসানের দখলে। ৫ ইনিংসে ১২ উইকেট ২২.০৮ গড় ও ৫.৫২ ইকোনমি রেটে। দ্বিতীয় বাংলাদেশেরই আরেক পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। ৫ ইনিংসে ১০ উইকেট ১০ গড় ও ৪.৭২ ইকোনমি রেটে। দুই বিভাগেই ধারাবাহিক পারফরমার থাকায় সন্তুষ্ট দলের অধিনায়ক আকবর। কাল মুঠোফোনে বলেছেন, ‘ওদের অবদান সাহায্য করছে অবশ্যই। তবে আমরা দল হিসেবে ভালো খেলছি। দেখবেন, কেউই কিন্তু খারাপ খেলছে না।’

ঘরের মাঠে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বলতে গেলে অপরাজেয়। গত জানুয়ারিতে ইংল্যান্ডকে তিন সংস্করণেই হারিয়েছে বাংলাদেশ। তবে দলের ক্রিকেটাররা যেহেতু এর আগে কখনোই দেশের বাইরে খেলেননি, অন্য দেশে তাঁদের পারফরম্যান্সটা এখনো দেখার বাকি ছিল। ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত সেটা করে দেখাতে পেরেছে বাংলাদেশ। সফরের আগে ঘরের মাঠের প্রস্তুতিই আসল পার্থক্য গড়ে দিয়েছে, বলছেন যুবাদের অধিনায়ক, ‘দেশে আমাদের প্রস্তুতিটা ভালো হয়েছে। এখানে দুটি ম্যাচে কন্ডিশন খুবই কঠিন ছিল। কিন্তু আমরা প্রস্তুত ছিলাম বলেই মানিয়ে নিতে পেরেছি। আর এখানে সিরিজ শুরুর এক সপ্তাহ আগে এসেছি। এটাও সাহায্য করেছে।’

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here