মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বা এম ডব্লিউ সি ২০১৯ অনুষ্ঠানে একই সাথে উন্মোচিত হলো নোকিয়া নতুন ৫ টি ফোন! আশা করি আপনারা নোকিয়া ৯ পিওরভিউ এর কথা ইতোমধ্যেই জেনে গিয়েছেন আমাদের মাধ্যমে।
এর সাথে সাথে আরো ৪ টি ফোন লঞ্চ হয়েছে যথা নোকিয়া ১ প্লাস, নোকিয়া ৩.২ এবং নোকিয়া ৪.২ স্মার্টফোন। এর সাথে থাকছে নোকিয়া ২১০ ফিচার ফোন।
এদের মধ্যে উল্লেখ্যযোগ্য হিসেবে উন্মোচনের পর নোকিয়া ৩.২ এবং ৪.২ বেশ ভালোভাবে নজর কেড়েছে বাজেট স্মার্টফোন ক্রেতাদের।
বিশেষত দুটি ফোনই গুগলের এন্ড্রয়েড ওয়ান প্রজেক্টের হওয়ায় লেটেস্ট এন্ড্রয়েড পাই ৯.০ এর সাথে সাথে নিয়মিত গুগলের সিকিউরিটি আপডেট ও প্যাচ পাওয়ার সুযোগ থাকছে। তারসাথে দুটি ফোনেই ডেডিকেটেড গুগল এসিস্ট্যান্ট বাটন এবং পাওয়ার বাটনে নোটিফিকেশন লাইট এর প্রয়োগ করা হয়েছে।
নোকিয়া ৩.২ তে থাকছে একটি ৬.২৬ ইঞ্চ এর ৭২০পি আইপিএস ডিসপ্লে। সাথে আছে ছোট্ট ইউ আকৃতির নচ এবং বেশ বড়সড় আকারের বেজেল এবং চিন অঞ্চল।
ফোনটির বডি পলিকার্বনেট বা প্লাস্টিক দিয়ে তৈরী। থাকছে ৩.৫ মিলিমিটার ইয়ারফোন জ্যাক এবং মাইক্রো ইউএসবি পোর্ট। ফোনটিতে পাচ্ছেন ৪০০০ মিলি এম্পায়ার ব্যাটারি। চিপসেট হিসেবে আছে স্ন্যাপড্রাগন ৪২৯ নামক নতুন এন্ট্রি লেভেল চিপসেট। পাওয়া যাবে ২ ও ৩ জিবি র্যাম অপশন এবং ১৬ ও ৩২ জিবি স্টোরেজ ভার্সন। সাথে স্টোরেজ বৃদ্ধির সুবিধাও থাকছে।
লক্ষনীয় ব্যাপার এখানে, নোকিয়া ৩.২ এর কেবল ৩২ জিবি স্টোরেজ ভার্সনে ফিংগারপ্রিন্ট আনলক এর সুবিধা থাকছে। ১৬ জিবি ভার্সনে কেবল ফেস আনলক এর সুবিধাই পাবেন।
ক্যামেরার বেলায় নোকিয়া ৩.২ তে পিছনে থাকছে ১৩ মেগাপিক্সেল এর সিংগেল ক্যামেরা এবং ফ্ল্যাশলাইট। সামনে পাবেন ৫ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা।
নোকিয়া ৩.২ এর ২/১৬ জিবি র্যাম/রম ভার্সন এর দাম ১৩৯ মার্কিন ডলার যা আনুমানিক ১৩ হাজার টাকার মতো এবং ৩/৩২ জিবি র্যাম/রম ভার্সনের দাম পরবে ১৬৯ মার্কিন ডলার যার বাজারমূল্য দেশীয় টাকায় ১৫ হাজারের মতো। বিক্রয় শুরু হবে এ বছরের মার্চের শুরু থেকে।
অপরদিকে নোকিয়া ৪.২ তে থাকছে পলিকার্বনেট ফ্রেমের বডিতে গ্লাস ব্যাক প্যানেল। সামনে পাবেন ৫.৭১ ইঞ্চের এইচডি+ রেজুলিউশনের আইপিএস ডিসপ্লে যার এস্পেক্ট রেশিও ১৮:৯। ডিসপ্লেতে ছোট একটি নচ আছে যাকে নোকিয়া আখ্যায়িত করেছে সেল্ফি নচ নামে।
থাকছে ইয়ারফোন জ্যাক এবং বাজেট ফোনেই ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৯ যেটি একটি এন্ট্রি লেভেলের নতুন চিপসেট। এর জিপিউ হিসেবে পাবেন এড্রেনো ৫০৫। এতেও থাকছে ২ ও ৩ জিবি র্যাম এবং ১৬ ও ৩২ জিবি স্টোরেজ ভার্সন।
নোকিয়া ৪.২ তে পাবেন ৩০০০ মিলি এম্পায়ার ব্যাটারি। এর দুটি ভার্সনেই পাচ্ছেন ফিংগারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক এর সুবিধা।
ক্যামেরার বেলায় পিছনে থাকছে একটি ১৩ মেগাপিক্সেল এর প্রধান সেন্সর যার এপারচার ২.২। তারসাথে আছে ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সিং সেন্সর এবং এল ই ডি ফ্ল্যাশ। সামনে পাচ্ছেন ৮ মেগাপিক্সেল এর সেল্ফি ক্যামেরা।
এর ২/১৬ জিবি র্যাম/রম ভার্সন এর দাম হবে ১৬৯ মার্কিন ডলার যা টাকায় রুপান্তর করলে ১৫ হাজার টাকার মতো হয়। অপরদিকে ৩/৩২ জিবি র্যাম/রম ভার্সনের দাম ১৯৯ মার্কিন ডলার যা প্রায় ১৯ হাজার টাকার সমান। বাজারে পাওয়া যাবে এপ্রিল মাস থেকেই।
একাধিক কালারে পাওয়া যাবে ফোন দুটি। আশা করা যায় এন্ড্রয়েড ওয়ান প্রজেক্টের ফোন দুটি আমাদের দেশেও পাওয়া যাবে। বিস্তারিত জানতে এটিসি টোটোর সাথেই থাকুন এবং শেয়ার করে জানিয়ে দিতে পারেন নিজের নোকিয়া লাভার বন্ধুদের।
No comments:
Post a Comment