দেশে হবে কম্পিউটারের মাদারবোর্ড উৎপাদন - Satkhira Everything News

Satkhira Everything News

একটি সৃজনশীল সংবাদপত্র

Post Top Ad

Post Top Ad

Wednesday, August 14, 2019

দেশে হবে কম্পিউটারের মাদারবোর্ড উৎপাদন


বাংলাদেশ এবার নাম লেখাতে যাচ্ছে মাদারবোর্ড ম্যানুফ্যাকচারার দেশ হিসেবে। গত বুধবার জাতীয় সংসদ অধিবেশনের এক প্রশ্ন-উত্তর পর্বে এ কথা জানান তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তফা জব্বার। মোস্তাফা জব্বার বলেন, “আমি একটা সুখবর দিতে চাই। আগামী দু–এক মাসের মধ্যে আমরা দেশে কম্পিউটারের মাদারবোর্ড উৎপাদনে সক্ষম হব। আশা করি, কম্পিউটার দেশে উৎপাদন করে বিদেশেও রপ্তানি করতে পারব।”
তিনি আরো বলেন যে, ১৯৯৮-৯৯ সালে আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালীন কম্পিউটার ও এর যন্ত্রাংশের উপর ভ্যাট প্রত্যাহারের সুফল পাওয়া যাচ্ছে। দেশে মানসম্মত মাদারবোর্ড উৎপন্ন হলে কমে যাবে বিদেশী নির্ভরতা। তবে জানা যায়নি কোন কোম্পানি দেশে মাদারবোর্ড এর প্লান্ট চালু করবে।
সবারই একটাই চাওয়া যে মেইড ইন বাংলাদেশ শিরোনাম দিয়ে দোয়েল ল্যাপটপের মতো কোন বিপর্যয় যাতে আবার না হয়। তাহলে এই সম্ভাবনাময় খাতটি শুরুর আগেই ধসে যেতে পারে বাংলাদেশে। এর বিপরীতে মাদারবোর্ড উৎপাদন প্রক্রিয়া সফল হলে অনেক সুবিধা ভোগ করবে দেশের কম্পিউটার ব্যবহারকারীরা।
আপনার কি মনে হয়ে বাংলাদেশে বিশ্বমানের মাদারবোর্ড এর প্রক্রিয়াজতকরণ সম্ভব? হলেও বা তা কতটা সন্তোসজনক হবে দেশীয় কম্পিউটার ব্যবহারকারীদের জন্য? জানিয়ে ফেলুন কমেন্ট বক্সে। নিউজটি শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে।
Countdown Button

No comments:

Post a Comment

Post Top Ad