ফেসবুক মেসেঞ্জারে আসলো নতুন ফিচার - Satkhira Everything News

Satkhira Everything News

একটি সৃজনশীল সংবাদপত্র

Post Top Ad

Post Top Ad

Saturday, August 10, 2019

ফেসবুক মেসেঞ্জারে আসলো নতুন ফিচার

অনেক অপেক্ষার ফেসবুক মেসেজ রিমুভ এর অপশন এসে গিয়েছে। মেসেঞ্জার মেসেজ রিমুভ অপশন নিয়ে ২০১৮ সালে গুঞ্জন শোনা যাচ্ছিলো এবং টেস্ট হিসেবে মাত্র কয়েকটি দেশে সেই ফিচারটি রিলিজ করা হয়।
কিন্তু শেষ হয়েছে অপেক্ষার প্রহর। ফেসবুক এখন “ডিলিট মেসেজ” ফিচারটি বিশ্বব্যাপি রিলিজ দিয়েছে।

যেভাবে ফিচারটি কাজ করে-

আপনার সেন্ড করা মেসেজটিকে ১০ মিনিটের মধ্যে Long Press করে ধরুন। তখন স্ক্রিনে রিমুভের দুটি অপশন পাবেন, Remove From Everyone এবং Remove From You.
ফেসবুক মেসেঞ্জারে আসলো নতুন ফিচার (ছবি) 1
Remove From Everyone করলে আপনার মেসেজটি যে কয়জন সিন করেছে সেটি সবার থেকে ডিলিট হয়ে যাবে। এবং Remove From You করলে শুধুমাত্র আপনার কাছ থেকে মেসেজটি ডিলিট হবে। কিন্তু একটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে Remove from Everyone পেতে হলে অবশ্যই সেন্ড করা মেসেজটি ১০ মিনিটের মধ্যে রিমুভ করতে হবে নাহলে পরে এটা করতে পারবেন না।
ফিচারটি ফেসবুক ওয়েব ভার্সন এবং মেসেঞ্জার দুটিতেই এভেইলেবল!
Countdown Button

No comments:

Post a Comment

Post Top Ad